দূর্ণীতি করলে শেখ হাসিনা কাউকে ছাড়বে না, হরিরামপুরে মমতাজ বেগম

হরিরামপুর প্রতিনিধি: ২৩ সেপ্টেম্বর

সংসদ সদস্য ও  কন্ঠশিল্পী  মমতাজ বেগম বলেছেন, দূর্ণীতি করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে যেমন ছাড়বে না।  হোক সে নিজের দলের, নিজের ঘরের বা আপন কেউ।  তাই দূর্ণীতি করলে আমরাও কাউকে ছাড় দিব না।  হোক সে আমার দলের যত বড় নেতা।

তিনি সোমবার দুপুরে জেলার হরিরামপুর উপজেলা পরিষদ মিলণায়তনে ৭’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হরিরামপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ বীজ ও সার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন,উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাঈদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জহিরুল হক প্রমুখ। আলোচনাসভা শেষে ৭’শ জন কৃষকের মাঝে ১৫ কেজি করে সার ও ৫ কেজি করে মাশকলাই বীজ বিতরণ করা হয়।

মানিকগঞ্জ২৪/ হরিরামপুর / হা.ফ/ ২৩ সেপ্টেম্বর ২০১৯।

আরো পড়ুুন