মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে সরকারী নিষেদাজ্ঞা অমান্য করে কাপরের দোকান খোলে ব্যাবসার করার দায়ে ৪ ব্যাবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমান করা হয়েছে।
হরিরামপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন শুক্রবার সকালে ঝিটকা বাজারে অভিযান চালিয়ে এ রায় দেন।
সারকারী আদেশ অমান্য এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কাপড়ের দোকান খুলে ব্যবসা করার দায়ে ঝিটকা বাজারের কাপর ব্যাবসায়ী সুজিত কুমার, আব্দুর রউফ, আল-আমিন এবং মিজানুর রহমান ২০ হাজার করে ৮০ হাজার টাকা জরিমান আদায় করেন।
এ সময় উপস্থিত ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরধ করা হয়।
অভিযানে হরিরমাপুর থানা পুলিশ সহযোগীতা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান সহকারি কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ১৫ মে ২০২০।