ঘিওর দূর্গা নারায়ন উচ্চ বিদ্যালয় কে জাতীয়করণের দাবীতে মানববন্ধন

ঘিওর প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর দূর্গা নারায়ন উচ্চ বিদ্যালয় (ডিএন) কে জাতীয়করণ করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা । 

শনিবার দুপুরে ঘিওর বাসষ্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শিকদার, শিক্ষক মোশারফ হোসেন, আবু আল জিন্নাহসহ  আরও অনেকে।

বক্তারা বলেন, ডিএন স্কুলটিতে প্রায় দুই হাজার শিক্ষার্থী রয়েছে। অনেক পুরনো আমলে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি জাতীয়করণ করা হলে এই অঞ্চলের হাজারো শিক্ষার্থীরা উপকৃত হবে।

মানবন্ধনে এক হাজার শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ সেপ্টেম্বর/ ২০১৭।

আরো পড়ুুন