সিংগাইরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে চিত্র নায়ক সোহেল রানা

সিংগাইর প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বৃত্তি প্রধান করলেন চিত্র নায়ক সোহেল রানা খান। তিনি শনিবার দুপুরে উপজেলার গোল্ডেন টাচ্ সংসদের উদ্যোগে শহীদ আব্দুল কাদের ১৪ তম স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেন।

মানিকনগর বাজার মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিরুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিত্রনায়ক, বীরমুক্তিযোদ্ধা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল বিভাগের অধ্যাপক ড. রেজওয়ান হোসেন ভূঁইয়া, সিংগাইর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুদ্দিন,ফেয়ার এন্ড এপ্রোপ্রিয়েন্ট টেকনোলজি লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিঃ মোঃ ইউনুছ, বিএসটিআই এর উপ-পরিচালক মোঃ রিয়াজুল হক, , ইয়ার সেভেনটি ওয়ান পরিবহন লিঃ এর চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন ও জার্মিত্তা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নূরুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন।

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ৫ম ও ৮ম  শ্রেনির মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারী ৩১ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান ও সম্মাননা দেয়া হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ সেপ্টেম্বর/ ২০১৭।

আরো পড়ুুন