মানিকগঞ্জ জেলা পুলিশ রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ পাঠাল

মানিকগঞ্জ ২৪  প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে এ উপলক্ষ্যে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মশিউর রহমান স্বপনসহ পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

১ হাজার রোহিঙ্গা শরণার্থী পরিবারের জন্য বিভিন্ন ত্রাণ সামগ্রী ট্রাকে করে চট্রগাম জেলা প্রশাসণের নিকট পাঠানো হয়েছে বলে পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান। 

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ সেপ্টেম্বর/ ২০১৭।

আরো পড়ুুন