ঘিওর প্রতিনিধি, ২০ জুলাই: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় মিতু নামে এক ছাত্রী ইদুর নিধনের বিষ খেয়ে আত্মহত্যা করেছে।
মিতু ঘিওর সদর ইউনিয়নের কুস্তা গ্রামের মোকাদ্দেস হোসেন মধু মিয়ার কন্যা মিতু আক্তার (১৮)।
বিষয়টি ঘিওর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.অহিদুল ইসলাম টুটুল নিশ্চিত করেছেন।
মিতুর বাড়ীর প্রতিবেশী রফিকুল ইসলাম জানান, ঘিওর সকারী কলেজের মানবিক শাখা থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। বৃহস্পতিবার তার ফলাফল দেয়। এতে মিতু ২ বিষয়ে অকৃতকার্য হয়। রাত থেকেই সে না খেয়ে ছিল।
মিতু পরীক্ষায় অকৃতকার্য হয়ে লজ্জায় শুক্রবার সকালে নিজ ঘরে সবার অজান্তে ইদুর নিধনের বিষ খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে ঘিওর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে মিতু কে ঢাকায় নেবার পথে মারা যায়।
ঘিওর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.অহিদুল ইসলাম টুটুল বলেন, মিতুর মরদেহ বাড়ীতে আনার পক্রিয়া চলছে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম বলেন, এমন সংবাদ আমরা লোক মুখে শুনেছি। বিষয়টি পরিবারে কেউ জনালে ঘটনা স্থলে আমরা ফোর্স পাঠাব।
মানিকগঞ্জ২৪/ ঘিওর/ হা.ফ/ ২০ জুলাই ২০১৮।
আরও পড়ুন: