বরাবর, শ্রী সুভাস চন্দ্র সাহা, এসপি ফরিদপুর

মহাশয় আপনার উদ্দেশ্য দুটি
কথা বলতে চাই! আপনি
যে পদে চাকরী করেন
মাসে তার বেতন কতো
? আচ্ছা ধরে নিলাম ১লক্ষ
টাকা। আপনার সাংসারিক খরচ
বাবদ বাদ দিতে হবে
৫০ হাজার। তাহলে প্রতিমাসে
জমা করতে পারবেন ৫০
হাজার টাকা, বছরে
লক্ষ এবং আপনার ১৫১৮ বছরে পুরো
চাকরী জীবনে সর্বসাকুল্য কোটি
টাকা আপনি জমাতে পারবেন,
যদি আপনার মদ গাঞ্জা
বাবার অভ্যাস না থাকে

এবার আমার একটা হিসাব
দেই! আমিও গত ১৭
বছর শ্রমিকের একটি কর্ম করি!
বেতন আপনার চাইতে বেশী
না হলেও খুব বেশি
কম না! কিন্তু বিশ্বাস
করুন, আমার ব্যাংক একাউন্টে
যদি নগদ ১০ লক্ষ
টাকাও থাকতো, তাহলে দেশে
গিয়ে একটা মুদির দোকান
ঘর
দিয়ে হলেও প্রবাস জীবনের
সমাপ্তি ঘটাতাম!

ভাবতে পারেন হয়তো কোন
সম্পদ করেছি! হ্যাঁ ঢাকার
অদূরে একখণ্ড জমি কিনেছিলাম
১২ বছর আগে সেটা
এখন প্রাচীর ঘেরা জংলা! কিছুই
করার সামর্থ্য হয়নি

কিন্তু আপনি কোটি
ফিক্সড ডিপোজিট! না জানি বেনামি
কতো কি…!!!

লেখা Habibur Rahman এর
ফেসবুক থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ২৫ অক্টোবর/
২০১৭।
আরও পড়ুন: চোরের মত গোপনে ছবি তুলে শিক্ষিকাকে লাঞ্ছিত করেছেন
আরো পড়ুুন