বিডিনিউজ২৪.কম এর সাংবাদিক বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা নিজ জেলায় নিন্ধার ঝড়

কোর্ট প্রতিবেদক : মানিকগঞ্জের এক বিচারককে জড়িয়ে প্রকাশিত সংবাদ নিয়ে বিডিনিউজ ২৪.কমের নিজস্ব প্রতিবেদক এবং মানিকগঞ্জের সন্তান গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে।

এদিকে ধ্রুব’র বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে নিন্দার ঝড় উঠেছে সাংবাদিক অঙ্গনে ও তার নিজ এলাকা মানিকগঞ্জে। দিনভর শহরের প্রধান আলোচনা ছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচীত হয়ে উঠে। এদিকে এ ৫৭ ধারায় মামলা দায়ের করায় মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু নিন্ধা জ্ঞাপন জানিয়েছেন।

উল্লেখ্য গত ১১ জুন রাত ১০টা ৪৫ মিনিটে ‘একটি অসুস্থ শিশু, বিচারকের ট্রাক ও একটি মামলা’ শিরোনামে বিডিনিউজে প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে মানিকগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ মোহাম্মদ মাহবুবুর রহমান বাদী হয়ে মঙ্গলবার এই মামলাটি করেন।

মামলার বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিবুল্লাহ সরকার নিশ্চিত করে জানান, মামলার এজাহারে ‘প্রতিবেদকের বিররুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে খবর প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা হওয়ার বিষয়টি বুধবার সকাল থেকে প্রচার হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় আশে। জেলার বিভিন্ন মানুষ এর নিন্ধা জ্ঞাপন করেন।

এ ব্যাপারে মানিকগঞ্জ প্রেসক্লাবের ছিনিয়র সহ সভাপতি সাইফুদ্দিন আহম্মেদ নান্ন তার ফেসবুক ওয়ালে বুধবার সন্ধা ৬ টার দিকে এ নিয়ে পোষ্ট দেন, এতে তিনি উল্লেখ করেন, আদর্শনিষ্ঠ, সৎ সাংবাদিক গোলাম মুজতবা ধ্রুবর পিতা গোলাম মোস্তাকীম ছিলেন বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি সচিব পদে দায়িত্ত পালন করে অবসরে যান। তার দুই চাচা গোলাম কিবরিয়া তজু ও টিটো মহান মুক্তিযোদ্ধের বীর শহীদ। তিনি আরো উল্লেখ করেন মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা  পরিবারের সন্তান, আদর্শনিষ্ঠ সাংবাদিক গোলাম মুজতবা ধ্রæব যেন ন্যায় বিচার নিশ্চিতের জন্য রাষ্ট্রের কাছে দাবী জানিয়েছেন।

মানিকগঞ্জের আরেক সাংবাদিক হাবিবুল্লাহ মিজান তার ফেসবুক ওয়ালে প্রোফাইল ছবিতে সাংবাদিক গোলাম মুজতবা ধ্রুবর বিরোদ্ধে করা আইসটি আইনের হয়রানিমূলক মামলা প্রত্যাহার চাই সংবলিত ছবি দেন। এতে দিনভর মানিকগঞ্জের হাজার হাজার ফেসবুক ব্যাবহার কারী তিব্র নিন্ধা জ্ঞাপন জানান।

আরো পড়ুুন