মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী টুটুলের গণসংযোগ

সিংগাইর প্রতিনিধি: আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কেন্দ্রিয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক  ও জাতীয় ফুটবল দলের সাবেক জনপ্রিয় ফুটবলার দেওয়ান সফিউল আরেফিন টুটুল জাতীয় সংসদ নির্বাচনের আগেই ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তিনি মানিকগঞ্জ-২ আসনের আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতি সপ্তাহে বিভিন্ন এলাকায় ব্যাপক গনসংযোগ করেছেন দলটির সাবেক ।

ইতিমধ্যে তিনি তার নির্বাচনী এলাকা  সিংগাইর, হরিরামপুর ও জেলা সদরের ৩ ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত পল্লীর জনসাধারণ ও ভোটাদের কাছে চষে বেড়াচ্ছেন। ভোটার ও নেতাকর্মীরাও তাকে ব্যাপকভাবে সারা দিচ্ছেন। সুখে-দুঃখে সাথী হিসেবে  টুটুলের সমর্থকরা তাকেই  প্রার্থী হিসেবে পেতে চাইছেন।
    
মঙ্গলবার বিকাল ও গভীর রাতেও  দেওয়ান সফিউল আরেফিন টুটুল নির্বাচনী এলাকা সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ৬টি স্থানে মত বিনিময় সভা করছেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আবুল হোসেন, জেলা যুবলীগের সদস্য দেওয়ান বদরুল আনাম বাদল, সিংগাইর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আনিছুর রহমানসহ প্রায় শতাধিক আওয়ামী লীগের নেতা কর্মীরা ।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০১৭।

আরও পড়ুন:

সাটুরিয়ায় গৃহবধূর আত্নহত্যা

আরো পড়ুুন