মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতাকে আটক করেছে পুলিশ।
বিনা অনুমতিতে বিএনপির লিফলেট বিতরণ করার দায়ে বৃহস্পতিবার (০১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ শহর এলাকা তাকে লিফলেটসহ আটক করা হয়।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির সিনিয়র নেতাকর্মীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক জেলা যুবদলের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান আতা নেতা কর্মী নিয়ে শান্তিপূর্ণ ভাবে লিফলেট বিতরণ করছিলেন। এসময় মানিকগঞ্জ পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, বিনা অনুমতিতে লিফলেট বিতরণ করছিলেন আতাউর রহমান আতা। অনুমতি না থাকায় তাকে আটক করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে তাকে জেলা হাজতে পাঠানোর পক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মানিকগঞ্জ২৪/ মানিকগঞ্জ/ হা.ফ/ ১ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: