রাতেও পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ভয়াবহ যানজট

শিবালয় প্রতিনিধি, ৭ আগষ্ট:

পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে শুক্রবার সন্ধাও ভয়াভহ যানজট দেখা দিয়েছে। প্রিয়জনদের  সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দেশের দক্ষিণ- পশ্চিম অঞ্চলের ২১ টি জেলার মানুষ। এই নৌরুটে শুক্রবার ভোর থেকে সন্ধা ৭ টা পর্যন্ত দৌলতদিয়া ফেরি ঘাটে ৭ কিলোমিটার পর্যন্ত যানজট রয়েছে।

শুক্রবার সন্ধা ৭ টা পর্যন্ত দৌলতদিয়া ফেরি ঘাট থেকে যাত্রীবাহী বাসের সাড়ি রয়েছে ৫ কিলোমিটার, পণ্যবাহী ট্রাকের সাড়ি রয়েছে ৭ কিলোমিটার  এবং প্রাইভেটকার, মাইক্রোর আলাদা ২ কিলোমিটার সড়ক জুড়ে যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় রয়েছে। এতে শত শত যানবাহনগুলির ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফেরিতে উঠতে হচ্ছে। এতে প্রচন্ড গরমে দুর্ভোগের স্বাীকার হচ্ছেন হাজার হাজার যাত্রী ও পরিববহন শ্রমিকদের।

দৌলতদিয়া ঘাট এলাকায় তীব্র যানজট থাকলেও পাটুরিয়া ফেরি ঘাটের চিত্র ছিল ভিন্ন। তবে শুক্রবার থাকায় একটু বাড়তি চাপ ছিল। সকালের দিকে যানবাহনের চাপ থাকলেও দুপুরে সব যানবাহন ফেরি পারা পার হয়ে যায়। আবার বিকালে যানবাহনের চাপ ছিল।

বিআইডব্লিটিসি’র আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, শুক্রবার সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। পাটুরিয়া ফেরি ঘাটে সকালে ৩ শতাধিক পরিবহন ফেরি পারা পারের অপেক্ষায় ছিল। শুক্রবার সন্ধার দিকে পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী বাসের তেমন কোন চাপ নেই। বাস আসা মাত্রই ফেরিতে উঠতে পারলেও প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে। এদিকে ঈদ শেষে কর্মজীবি মানুষ ঢাকা মুখী হওয়ায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও পরিবাহনের।

 

আরো পড়ুুন