মানিকগঞ্জে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩০ নভেম্বর

“কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পাড়ি” স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে মানিকগঞ্জে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ খালপাড় শহীদ রফিক চত্ত্বরে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার সহযোগীতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন সুলতানার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লক্ষী চ্যাটার্জী, সদর মহিলা আ’লীগের আহ্বায়ক সালমা আক্তার, জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান, জেলা তথ্য অফিসার, ব্র্যাকের জেলা সমন্বয়ক প্রমুখ।

জেলা প্রশাসনের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার সহযোগীতায় ব্র্যাক, বারসিক, বিলস, জাগো নারী এনজিও’র প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।

এসময় বক্তরা বলেন, নারীরা আজ সব ক্ষেত্রে সফল। তাদের সফলতার পথে এগিয়ে যেতে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে সহিংসতা সৃষ্টির মাধ্যমে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কেবল পরিবার থেকে নয়, একইসঙ্গে প্রশাসন ও রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে। আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ নভেম্বর ২০২০।

আরো পড়ুুন