বন্যার্তদের চিকিৎসার্থে ১৪০ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে মানিকগঞ্জে-স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৮ জুন:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলোতে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। হাসপাতালগুলোতে পানি ঢুকে যাওয়া এবং রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় রোগীরা চরম দূর্ভোগে পড়েছেন। বন্যা দূর্গতদের চিকিৎসা প্রদানের লক্ষ্যে ইতিমধ্যে ১৪০ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই টিম বন্যাকবলিত জেলা উপজেলাগুলোতে আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদান করবে।

তিনি আজ শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে বন্যার পাশাপাশি করোনা সনাক্তের হারও বৃদ্ধি পাচ্ছে। তাই সকলকে নিয়মিত টিকা গ্রহণের সাথে সাথে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

সম্মেলনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস নীনা রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মমতাজ বেগম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুই যুগ পর জেলা মহিলা আওয়ামী লীগের এই সম্মেলনে মৃদুলা আক্তারকে সভাপতি ও আনোয়ারা বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ জুন ২০২২।

আরো পড়ুুন