করোনা সচেতনাতায় সাটুরিয়া থানা পুলিশ

সাটুরিয়া প্রতিনিধি, ৯ জুলাই:

চলমান করোনা ও লকডাউনের জন সচেতনতায় মাঠে রয়েছে সাটুরিয়া থানা পুলিশ। শুক্রবার সকালে সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমানের নের্তৃত্বে সাটুরিয়া বাস ষ্টান্ডে ব্যাবসায়ীদের লকডাউন মেনে চলার আহবান করেন।

এসময় তিনি ঐ এলাকায় বিভিন্ন যানবাহন ও ভাষমান মানুষকে থামিয়ে বাহিরে আসার কারন জিঙ্গেস করনে। বিনা কারনে ঘর থেকে বাহিরে না আসার আহবান করেন।

পরে সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান সাটুরিয়া শাহী জামে মসজিদে নামাজ আদায় করেন। খুৎবার আগে উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্য করে বলেন, সারা দেশের মত মানিকগঞ্জেও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে করোনা আক্রান্ত রোগীর সংথ্যা বাড়ছে।

তিনি এসময় আরো বলেন, বর্তমান সরকার সাটুরিয়া উপজলোর ৯টি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। সেই সাথে ব্যাক্তি উদ্যোগ গ্রহণ করছেন কেউ কেউ। আমরা পুলিশ বিভাগ সাটুরিয়ার বিভিন্ন বাড়িতে গিয়ে খাবার পৌছে দিচ্ছি। তাই আপনি , আপনার স্বজন, প্রতিবেশীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলুন সাটুরিয়া থানা পুলিশ আপনাদের পাশে আছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ জুলাই ২০২০১।

আরো পড়ুুন