আমার ফেন্ড লিস্টে মানিকগজ্ঞের
অনেক জ্ঞানী গুনি সাংবাদিক
সহ প্রেসক্লাবের সদস্য আছে তাদের
কাছে অনুরোধ তথ্যটি তুলে
ধরবেন।
অনেক জ্ঞানী গুনি সাংবাদিক
সহ প্রেসক্লাবের সদস্য আছে তাদের
কাছে অনুরোধ তথ্যটি তুলে
ধরবেন।
এত বড় হাসপাতালে সব
টয়লেট তালা। ডাক্তার
দেখাতে গিয়ে চরম দূর্ভোগে
অনেকে। ওখানকার
কর্মরতরা চাবি নিয়ে এসে
টয়লেট ব্যবহার করে তালা দিয়ে
চলে যায়। এতে
রোগী ও স্বজনরা খুবই
মর্মাহত ও ক্ষুব্ধ।
বিষয়টা
খুবই অমানবিক। শুধু
তাই নয় অবিশ্বাস্য হলেউ
সত্যি আজ ২১৪ নং
রোমে ডাক্তার দেখালাম, দেখলেন ১৫–২০
সেকেন্ড করে। শুধু
দুটো প্রশ্ন করে ঔষধ
লিখে দিলেন,১) একটি
হচ্ছে কি নাম? ২)
অন্যটি কি সমস্যা? অথচ
ওই ডাক্তার কে বেলা দুইটার
পরে পাঁচশত টাকা visit দিয়ে
দেখালাম 10 মিনিট ধরে।
খুবই অমানবিক। শুধু
তাই নয় অবিশ্বাস্য হলেউ
সত্যি আজ ২১৪ নং
রোমে ডাক্তার দেখালাম, দেখলেন ১৫–২০
সেকেন্ড করে। শুধু
দুটো প্রশ্ন করে ঔষধ
লিখে দিলেন,১) একটি
হচ্ছে কি নাম? ২)
অন্যটি কি সমস্যা? অথচ
ওই ডাক্তার কে বেলা দুইটার
পরে পাঁচশত টাকা visit দিয়ে
দেখালাম 10 মিনিট ধরে।
বিষয়টি
মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী(মানিকগঞ্জের রত্ন) মহোদয়ের দৃষ্টিগোচরে
আনতে চাই। ( অর্থোপেডিক
ডাক্তার)
মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী(মানিকগঞ্জের রত্ন) মহোদয়ের দৃষ্টিগোচরে
আনতে চাই। ( অর্থোপেডিক
ডাক্তার)
মানিকগঞ্জ২৪/
৩ জানুয়ারী/ ২০১৮।
৩ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন: