সিংগাইরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা


সিংগাইর প্রতিনিধি:
 সিংগাইর
উপজেলা মিলনায়তন কক্ষে সন্ত্রাস  ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে
অনুষ্ঠিত হয়েছে।
সিংগাইর উপজেলা
নির্বাহী অফিসার মোঃ যুবায়ের
এর সভাপতিত্বে প্রধান অতিথির কক্তব্য
রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মো
: নাজমুছ
সাদাত সেলিম

বিশেষ
অতিথির বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা
চেয়ারম্যান
আবিদুর
রহমান,ভাইস 
চেয়ারম্যান
আবু
বকর সিদ্দিকী,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, জেলা তথ্য অফিসার মূসা তালুকদার, সিংগাইর ‍উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল মাজেদ
খানসহ আরও অনেকে।
বক্তারা  সরকারের
অর্জিত সফলতা উন্নয়ন
ভাবনা নিয়ে এবং সন্ত্রাস জঙ্গিবাদ
প্রতিরোধে   সাধারণ মানুষকে কিভাবে সম্পৃক্ত করা যায়
তা নিয়ে আলোচানা করেন।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ২১ সেপ্টেম্বর/ ২০১৭।
আরো পড়ুুন