সিংগাইর প্রতিনিধি: সোনালী ব্যাংক সিংগাইর শাখার ম্যানোজার ও ক্যাশিয়ারের অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপানের কারণে গ্রাহকগণ অতিষ্ট হয়ে পড়েছেন। অফিসারদের এক হাতে চলছে অফিসিয়াল কাজ অন্য হাতে আঙ্গুলের চিপায় জ্বলছে সিগারেট। এ দৃশ্য নিত্যদিনের। এতে লেনদেন করতে আসা গ্রাহকেরা রীতিমত মত বিব্রতবোধ করছেন।
একাধিক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে দেখা গেছে, ওই ব্যাংকের ম্যানোজার মোঃ রফিকুল ইসলাম অফিস চলাকালীন সময়ে নিজ কক্ষে এবং ব্যাংকের অভ্যন্তরে ঘুরে ঘুরে প্রকাশ্যে ধূমপান করছেন। সেই সাথে রফিকুল ইসলাম নামের এক সার্পোটিং স্টাফ ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসে লেনদেনের ফাঁকে ফাঁকে ধূমপান করছেন।
এ ব্যাংকে লেনদেন করতে আসা গ্রাহকগণ সিগারেটের ধোঁয়ায় অনেকটাই অতিষ্ঠ। দেখার যেন কেউ নেই।
সোনালী ব্যাংক সিংগাইর শাখার গ্রাহক মোস্তাক আহম্মেদ বলেন, গত ১৭ অক্টোবর বেলা ১১ টার দিকে লেনদেন করতে ব্যাংকে গেলে দেখা যায় রফিকুল ইসলাম নামের ব্যাংক স্টাফ ক্যাশ কাউন্টারে বসে সিগারেট ফুঁকছেন। এ সময় কাউন্টারের সামনে থাকা একাধিক নারী গ্রাহক সিগারটের ধোঁয়া থেকে রক্ষা পেতে নাক-মুখ চেপে ধরছেন।
তিনি আরো বলেন কাকে বলব, তখন দেখি ম্যানাজার নিজে তার অফিস কক্ষে বসে ধূমপান করছিলেন।
প্রকাশ্যে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ হলেও সরকারি ব্যাংকের শাখাটিতে কোন প্রচলিত আইন কিংবা নিয়মনীতি মানা হচ্ছে না বলে মনে করছেন রেহেনা নামের আরেক নারী গ্রাহক। তিনি অভিযোগ করে বলেন, সিংগাইরে অন্য কোন ব্যাংকের শাখায় এ রকমভাবে প্রকাশ্যে ধূমপান করতে দেখিনি।
অভিযুক্ত রফিকুল ইসলাম নামের ওই ব্যাংক স্টাফের ০১৭২৪৩৩৪৯০৩ নম্বর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ব্যাংকের ম্যানাজার মোঃ রফিকুল ইসলাম বলেন, ব্যাংকে ভিড় থাকায় সাপোর্টিং স্টাফ রফিকুলকে দিয়ে ক্যাশ কাউন্টারের কিছু কাজ করানো হয়েছে। আর এ সুযোগে ক্যাশে বসেই সিগারটে পান ধরিয়ে ছিলেন শুনেছি। নিজে ধূমপান করার কথা স্বীকার করলেও অফিসের ভিতরে ধূম করার কথা অস্বীকার করেন তিনি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ অক্টোবর/ ২০১৭।
আরও পড়ুন