সাটুরিয়া প্রতিনিধি ॥ জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায় অনুষ্ঠান কে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। সোমবার কলেজ চলাকালীন সময়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দরগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও কলেজ শাখা সাবেক সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিষয়টি থানার সেকেন্ড অফিসার এসআই আসলাম হোসেন নিশ্চিত করেছেন।
থানা পুলিশ ও দরগ্রাম কলেজে সূত্রে জানা যায়, সাটুরিয়ার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন শিকদারের চাকুরীর সময় সীমা শেষ হয়েছে। অধ্যক্ষ কে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে কলেজ ছাত্রলীগের এক অংশ।
এ বিদায় অনুষ্ঠান কে কেন্দ্র করে ছাত্রলীগের একাংশ সেলিম গ্রুপের সদস্যরা সাধারণ ছাত্র- ছাত্রীদের কাছ থেকে ১০০ টাকা করে চাঁদা তোলেন। এ নিয়ে কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বাবুল হোসেন বাবুর সাথে সেলিম হোসেনের সোমবার ক্লাস চলাকালীন কলেজ চত্তরে তর্ক বিতর্কে জরিয়ে পরে।
এক পর্যায় দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় গ্রুপের ছাত্র লীগের ৫ নেতাকর্মী আহত হয়।
এ সময় দরগ্রাম বাজারে আতংক ছড়িয়ে পড়লে ৩ শতাধিক দোকানপাট লুটপাট হওয়ার আশংঙ্কায় বন্ধ করে দেয় মালিকরা।
এ ব্যাপারে সাটুরিয়া থানার এস আই মোঃ আসলাম হোসেন জানান, কলেজের অধ্যক্ষের বিাদয় অনুষ্ঠানের টাকা তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ অক্টোবর/ ২০১৭।
আরও পড়ুন: