মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকার আরসিএল মোড়ে প্রাইভেট- কারের চাপায় নয়ন হেসেন (৩০) নামের এক বাই-সাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন শিবালয় উপজেলার দাশকান্দির এলাচিপুর এলাকার সোরহাব মিয়ার পুত্র।
বরংগাইল হাই-ওয়ে পুলিশের ইনর্চাজ ইয়ামিদ-উদ দৌলা বিষয়টি নিশ্চিত করে জানান, যশোরগামী একটি প্রাইভেট-কার পাটুরিয়া ঘাটের আরসিএল মোড়ে আসলে তখন রাস্তা পার হবার সময় সাইকেল আরোহী নয়নকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় গাড়িসহ চালক মাসুম বিল্লাকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।
মানিকগঞ্জ২৪/ শিবালয়/ হা.ফ/ ২৪ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: ইফসিতার পুরুস্কার নেওয়া হল না