বিসিবি’র পরিচালক ও মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করে গড়ে তুলতে হলে মাঠ পর্যায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বাধীনতা বিরোধী একটি চক্র দেশের দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। ঐ মহল দেশের উন্নয়ন চায় না। তাই উন্নয়নের স্বার্থে পুনরায় শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দেবার জন্য অনুরুধ করেন।
তিনি শনিবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কালী নারায়ন উচ্চ বিদ্যালয়ের ২ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যায়ে চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মো:আব্দুল খালেক,সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সদস্য ও জেলা আ’লীগের সদস্য মাহাবুবুর রহমান জনি, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টুথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলামসহ আরও অনেকে।
মানিকগঞ্জ২৪/ ঘিওর/ হা.ফ/ ২৪ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন:ইফসিতার পুরুস্কার নেওয়া হল না