শিবালয় প্রতিনিধি, ১৫ অক্টোবর: মানিকগঞ্জের শিবালয়ের যমুনায় দু’টি মাছ ধরার নৌকার মুখোমুখী সংঘর্ষে বাহেজ শেখ (৫৫) এজ জেলে জন নিহত হয়েছে। এসময় নৌকায় থাকা ২ জন জেলে গুরুতর আহত হয়েছে। বোরবার গভীর রাতে উপজেলার আলোকদিয়া চড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবালয় থানা ওসি খোন্দার ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ শিকার কালে নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে শিকারীরা জাল ফেলে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় দু’টি নৌকার সংর্ঘষ ঘটে। দ্রুত গতীর নৌকার ধাক্কায় ঘটনাস্থলেই বাহেজ শেখ (৫৫) নামে এক জেলে মারা যান।
নৌকায় থাকা অপর দুই জেলে আইয়ুব আলী (৪৫) ও সাইদুল (৩৫) গুরুতর আহত হয়। পরে আহতদের কে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত জেলে বাহেজ ও আহত অপর ২ জেলে সকলেই শিবালয় উপজেলার আলোকদিয়া চরাঞ্চলের বাসিন্দা।
শিবালয় থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম বলেন, ঘটনা স্থলে থেকে ফোর্স পাঠিয়ে মরদহে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরে দুর্ঘটনায় নিহতের পুত্র বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ অক্টোবর ২০১৮।
আরও পড়ুন: