হরিরামপুরে ইলিশ ধরার দায়ে ২৮ জেলের সাজা

হরিরামপুর প্রতিনিধি, ১৫ অক্টোবর: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরায় অভিযোগে ২৮ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াস মেহেদী ও হরিরামপুর থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমানের নের্তৃত্বে বিশেষ অভিযানে গত ২ দিনে ২৮ জন জেলে কে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে প্রায় ৩ লাখ মিটার কারন্ট জাল এবং ১ মন ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

আটক জেলেদের সোমবার দুপুরে হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াস মেহেদী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ২৬ জনকে ১ মাস করে কারাদন্ড এবং ২ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন,  এই  ২ দিনে ৩ লক্ষ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং ১ মন ২০ কেজি ইলিশ মাছ  স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ আ. হা. আ/ হরিরামপুর/ হা.ফ/ ১৫ অক্টোবর ২০১৮।
আরও পড়ুন:

বালিয়াটীতে দুস্থ্যদের মাঝে টিউবওয়েল বিতরণ

আরো পড়ুুন