সিংগাইর প্রতিনিধি, ১২ মে: সিংগাইরে অজ্ঞাত পিকাপ ভ্যানের চাপায় রতন (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮ টার দিকে সিংগাইরের ভাকুম বাস ষ্টান্ডে এ দুর্ঘনটাটি ঘটে।
বিষয়টি সিগাইর থানার এস,আই মো. সজিবুর রহমান নিশ্চিত করেছেন।
নিহত রতন উপজেলার ধল্ল্যা ইউনিয়নের আঠালিয়া গ্রামের আহাদ নূরের পুত্র এবং ভূম দক্ষিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
রতন বাইসাইকেল নিয়ে জাগির বাস ষ্টান্ড থেকে ভাকুম বাস ষ্টান্ডে পৌছালে একটি অজ্ঞাত পিকাপ ভ্যান চাপা দেয়। এতে ঘটনা স্থলেই মারা যায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খন্দকার ইমাম হোসেন বলেন, এমন খবর পেয়ে ঘটনা স্থলে ফোর্স পাঠানো হয়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে রতনের মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ সিংগাইর/ হা.ফ/ ১২ মে ২০১৮।
আরও পড়ুন: