খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা আওয়ামীলীগের নাই- খন্দকার মোশারফ হোসেন

ঘিওর  প্রতিনিধি, ১২ মে: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা আওয়ামীলীগের নাই। এ সরকারের নাই। যদি ওনারে মুক্ত করতে হয় আদালত ও আইন তারে মুক্ত করবে। আমরাতো চাই বিএনপির নেত্রী আগামী নির্বাচনে অংশ গ্রহণ করুক। খেলার মাঠে আমরা দুর্বল টিম নিয়ে কেনো খেলতে রাজি নই। আমরা আশা করি নির্বাচনে খেলাডা জমুক।

শনিবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর কলেজ মাঠে জেলা পরিষদ টাওয়ার ঘিওর মানিকগঞ্জের উদ্ভোধন উপলক্ষে জনপ্রতিনিধি ও জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী আরো বলেন, ওনারা কইতাছে যে খালেদা জিয়াকে মুক্ত না করে তারা নির্বাচনে যাবে না। মুক্ত করার পথ কি। একজন সাজাপ্রাপ্ত, দন্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্তি করার একমাত্র পথ আইনি প্রক্রিয়া। আপনারা মুক্ত করতে চান আইনি ব্যবস্থায় যান।

মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম ও মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগের  নেতাকর্মীরা।

মানিকগঞ্জ২৪/ শিবালয়/ হা.ফ/ ১২ মে ২০১৮।
আরও পড়ন:  সিংগাইরে অজ্ঞাত পিকাপ ভ্যানের চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

আরো পড়ুুন