মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের উপ -নির্বাচনের নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দপুরে ইউপি ভবনের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
এতে তিল্লী ইউপির উপ- নির্বাচনে নব- নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো.মুরছালিন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার উদ্দিন সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, জেলা পরিষদের সদস্য মো. আমজাদ হোসেন লাল মিয়া।
এসময় ইউপি সচিব নেপাল চন্দ্র ভৌমিক, সদস্য, সদস্যা, স্থানীয় ব্যাবসায়ী সুজন খানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতা কর্মী ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য তিল্লি ইউপি চেয়রম্যান মো. আব্দস সালাম মিয়া ইন্তেকাল করলে তার পুত্র মো.মুরছালিন বাবু আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ নভেম্বর ২০১৯।