মানিকগঞ্জে হাজারো কন্ঠে গাইয়েল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি গানটি। নজরুল ও তার সহর্ধমীনি প্রমিলার স্মৃতিধন্য শিবালয় উপজেলা তেওতা স্কুল মাঠে শুক্রবার দুপুরে ব্যতিক্রমী এই গানের আয়োজন করা হয়।
নজরুল সাহিত্য চর্চা কেন্দ্রিক সংগঠন ‘বাঁশরী ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে। এসময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, বাঁশরী নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ড.খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।
সারাদেশ দেশ থেকে আসা সংগঠনের কর্মীরা গানে অংশ নেন। নজরুলকে সর্বত্র ছড়িয়ে দিতেই এমন ব্যতিক্রমী আয়োজন বলে জানান আয়োজকরা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ নভেম্বর ২০১৯।