সাটুরিয়ায় ৬ ডাকাত গ্রেফতার

সাটরিয়া প্রতিনিধি, ২২ মার্চ.

সাটুরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তজেলার ৬ ডাকাতকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোর রাত থেকে ও বুধবার সন্ধা পর্যন্ত সাটুরিয়া, ধামরাই ও আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে ডাকাত সর্দার আক্কাস ইঞ্জিনিয়ারসহ ৫ ডাকাত গ্রেফতার করে। এসময় লুন্ঠিত মালা মালও উদ্ধার করেছে। ডাকাতদের আইনি পক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ কোর্টে পাঠিয়েছে পুলিশ।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সামনে ডাকাতদের উপস্থিত করে জানান, ১৪ ই মার্চ সাটুরিয়া উপজেলার পয়লা সাকিন গ্রামে ডাকাতি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ মার্চ) রৌহা গ্রাম হইতে ডাকাত জমারত আলীকে আটক করে।  পরে তাকে জিঙ্গাসাবাদ করে আরও ৫ ডাকাত কে আটক করা হয়।

আটকৃত ডাকাতরা হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা চকপাড়া গ্রামের মৃত রহিমের পুত্র ডাকাত সর্দার আক্কাস ইঞ্জিনিয়ার (৫৫), দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বাসিয়ারা গ্রামের মৃত চেনরু রায়ের পুত্র নয়ন চন্দ্র রায় (৪২), দৌলতপুর উপজেলার খলসি গ্রামের চান মিয়ার পুত্র আতোয়ার মিয়া (৩০), সিরাজগঞ্জের  শাহাজাদপুর উপজেলার  বাড়াবিশ গ্রামের  জব্বার মিয়ার পুত্র মুকুল (২৮),  সাটুরিয়া উপজেলার  শিমুলিয়া গ্রামের বাচ্চু মিয়ার পুত্র  রশির উদ্দিন (৪০), পাবনা জেলার সুজানগর উপজেলার বুলচন্দ্রপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র জমারত আলী খান (৪০)।

সাটুরিয়া থানার এস, আই মো. জিয়াউর রহমান বলেন,  আটক ডাকাতদের নিকট হইতে ১ টি স্বর্ণের আংটি, স্বর্ণের কানের রিং, নগদ ৬ হাজার টাকা, ২টি রুপার পায়েল, ১ টি চেইন, ৬ টি মোবাইল এবং ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, এই গ্রেফতারকৃত ডাকাতরাই সাটুরিয়া, মানিকগঞ্জসহ আশে পাশের উপজেলার বিভিন এলাকার করে থাকে। তাদের বিরুদ্ধে ধামরাই, আশুলিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় ১২ ডাকাতি মামলা রয়েছে। তাদের বৃহস্পতিবার দুপুরে আইনি পক্রিয়া শেষে মানিকগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ২৪/ সাটরিয়া/ হা.ফ/ ২২ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন:

মানিকগঞ্জে মাইক্রোবাসে গণধর্ষন মামালার আসামী গ্রেফতার

আরো পড়ুুন