সাটুরিয়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

সাটুরিয়া  প্রতিতিনিধি: ২২ মার্চ.

মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার এক পুলিশের অত্যাচার থেকে রেহাই পেতে গ্রামবাসী গণস্বাক্ষর করে ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন। শুধু তাই নয় বুধবার মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে গ্রামবাসীর পক্ষে আব্দুল গণি মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

জানা গেছে, সাটুরিয়ার ধানকোড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজার বাগে কর্মরত পুলিশ সদস্য হাবিলদার আঃ হালিম একই গ্রামের মোঃ সামছুল হকের সাথে দাওয়াত নিয়ে কথা কাটাকাটি হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে পরে হাবিলদার আব্দুল হালিম চাপাতি দিয়ে সামছুলের ডান হাতের কজি¦র মধ্যে আঘাত করে।

আঘাত গুরুতর হওয়ায় তাকে দ্রুত সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী অভিযোগে উল্লেখ করেন, হাবিলদার পরিচয়ে আব্দুল হালিম এলাকায় নানা ভাবে মানুষকে হয়রানি করে।

এদিকে ওই পুলিশ সদস্যকে বাঁচাতে সাটুরিয়া থানা পুলিশ অভিযোক্ত পুলিশের পক্ষ নিয়ে আহত সামছুল আলমসহ তার পরিবারের সদস্যদের  হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সামছুল হক বলেন, সাটুরিয়া থানার এসআই মনোয়ার হোসেন তদন্ত করার সময় অকথ্য ভাষায় গালিগালাজসহ তাকে গ্রেফতারের হুমকি দিয়েছেন।

এ ব্যাপারে হাবিলদার আঃ হালিমের সাথে যোগাযোগ করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

সাটুরিয়া থানার ওসি মোঃ আমিনুর রহমান বলেন, উভয় পক্ষই থানায় দুটি অভিযোগ দিয়েছেন। দুটি অভিযোগই তদর্ন্ত চলছে। তদন্ত শেষে অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ২২ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন:সাটুরিয়ায় ৬ ডাকাত গ্রেফতার

আরো পড়ুুন