মা‌নিকগ‌ঞ্জে ডাকা‌তির ঘটনায় সাটুরিয়া থেকে ‌পিস্তল, স্বর্ণ ও কক‌টেল উদ্ধার

 সোহেল রানা খান: মানিকগঞ্জে স্বর্ণের দোকানে
ফিল্মি
স্টাইলে ডাকাতির ঘটনায়
সাটুরিয়া উপজেলা
থেকে একটি
বিদেশী পিস্তল, ককটেল কিছু
স্বর্ণ
উদ্ধার
রেছে ডিবি থানা
পুলিশ
বৃহস্পতিবার সকালে সাটুরিয়া
উপজেলার ভিন্ন
ভিন্ন
স্থান
থেকে গুলো উদ্ধার হয়
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সি) মো: আমিনুর
রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাতে আটককৃত ডাকাতের
নাম পরিচয় পাওয়া গেছে এবং সে ডাকাতির সাথে জড়িত স্বীকারুক্তি দিয়েছে।
মানিকগঞ্জে স্বর্ণের দোকানে
ডাকাতি রে
গাড়ি রে
পালিয়ে যাওয়ার
সময়
সাটুরিয়া পুলিশ
সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায়
ঢাকা
সাটুরিয়া সড়কে
বেরিকেড দেয়।
 
ডাকাতেরা বেরিকেডের কাছে
পৌঁছালে মাইক্রোবাস থেকে
নেমে
এলোপাথারি গুলি
করে
এবং
ককটেল
ফাটিয়ে
গাড়ি ফেলে
রেখে পালিয়ে যায়।
রে বৃহস্প্রতিবার
সকালে সাটুরিয়া
বাসস্ট্যান্ড এলাকা
থেকে ডিবি
পুলিশ একটি
বিদেশী পিস্তল, ১১
টি
ককটেল একটি মোটর সাইকেল উদ্ধার করে।

অপরদিকে সাটুরিয়ার
উত্তর
তিল্লীর বিল পাড়া কার্লভার্ট এলাকায়
ডাকাতির স্বর্ণের
খালি বাক্স দেখে পুলিশ খবর দেয়। পুলিশ
সেখান থেকে ৩ টি কা
নের দুল
ও উদ্ধার করে।
আটক ডাকাত সাইফুল ইসলাম (৩৫) বরিশাল
বিভাগের পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকার বলে প্রাথমিক তথ্য দিয়েছে।
সাটুরিয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (সি) মোঃ
আমিনুর রহমান জানান, ডাকাতির
সময়
ব্যবহৃত বিদেশী পিস্তলটি

রাউন্ড
গুলি, ১১ টি ককটেলসহ অন্যান্য মালামাল নিয়ে মানিকগঞ্জে পুলিস
সুপারের কাযালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সার্বিক

বিষয়ে বৃহস্পতিবার
দুপুরে পুলিশ
সুপার
মাহফুজুর রহমান
সংবাদ সম্মেলন করে জানাবেন
পালিয়ে যাওয়া
ডাকাতদের ধরতে ও লুট হওয়া স্বর্ণ উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেও বলে জানান পুলিশের ঐ কর্মকর্তা।
ল্লেখ্য, মানিকগঞ্জে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে
ডাকাতির ঘটনা বুধবার সন্ধায় সন্ধ্যা ৭টার
দিকে
অস্ত্র
উঁচিয়ে
বোমা
ফাটিয়ে

ডাকাতির ঘটনা
ঘটে
পরে ডাকাত সদস্যরে সাটুরিয়া বাস
ষ্টান্ডে ব্যারিকেড দিলে তারা এখানেও গুলি ও ককটেল ফুটিয়ে পালিয়ে যায়। রাতেই এক
ডাকাত সদস্যকে আটক করে। বৃহস্পতিবার সকালে স্বর্ণ, একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড
গুলি, ১১ টি ককটেল ও ৩ টি কানের দুল উদ্ধার করে পুলিশ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ নভেম্বর/ ২০১৭।

আরো পড়ুুন