মানিকগঞ্জ প্রতিনিধি ॥ রংপুরের গঙ্গাচড়া উপজেলার তারাগঞ্জের ঠাকুরপাড়া গ্রামে ফেসবুকের মাধ্যমে ধর্ম অবমাননার অজুহাতে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা,লুটপাট,অগ্নি সংযোগ,হত্যাযঞ্জের প্রতিবাদে ও দোষী ব্যাক্তিদের শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সভাপতি রঞ্জিত কুমার সাহা, সাধারন সম্পাদক তাপস রাজবংশী, যুব মহাজোটের সভাপতি বিকাশ রাজবংশী, সাধারন সম্পাদক লিপু চন্দ্র হালদার, ছাত্র মহাজোটের রাম প্রসাদ চন্দ্রসহ আরও অনেকে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ নভে¤র/ ২০১৭।