সাটুরিয়া প্রতিনিধিঃ জেলার সাটরিয়ায় শশুর ও তার দলবলের মারপিটের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি। মৃত আনিসুর রহমান সাটুরিয়া উপজেলার দক্ষিন কামতা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
আনিসুর রহমানের বড় ভাই নাছির হোসেন বিষয়টি নিশ্চত করে জানান, প্রেম ভালোবাসার মাধ্যমে প্রতিবেশি আব্দুস সোবহানের মেয়ে সোনিয়াকে বিয়ে করে তার ছোট ভাই আনিসুর। কিন্তু পরক্রিয়ার কারণে তার ওই সংসার জীবন দীর্ঘস্থায়ী হয়নি। সোনিয়ার সাথে আনিসুরের ডির্ভোস হয়ে গেছে বলেও কথিত রয়েছে।
তবে এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি।
এ বিষয়কে কেন্দ্র করে সোনিয়ার বাবা আব্দুস সোবহান ২৯ অক্টোবর সোনিয়ার মামাতো ভাই বাবু ও স্থানীয় আলামিন এবং সোনা মিয়াসহ বেশ কয়েকজন সহযোগিকে নিয়ে গোলড়া বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে আনিসুরকে দিনেদুপুরে মারধর করে।
পরে আনিসুরের অবস্থা গুরুতর হয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ দুপুরে মারা যান আনিসুর।
এ ব্যাপারে সাটুরিয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করলেও ওই ঘটনায় কোন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি সাটুরিয়া থানা পুলিশ। পরে এ ব্যাপারে আদালতে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান নাছির।
স্থানীয় মেম্বার মনোয়ার হোসেনের সাথে সোনিয়ার প্রেমের সম্পর্ক ছিলো উল্লেখ করে নাছির হোসেন জানান, এ হত্যাকান্ডের সাথে মনোয়ার মেম্বারও জড়িত রয়েছে।
তবে এই বিষয়টিকে ভিত্তিহিন বলে দাবি করেন স্থানীয় মেম্বার মনোয়ার হোসেন।
সাটুরিয়া থানার উপ পরিদর্শক আব্বাস আলী জানান, মারামারির ঘটনায় আনিসুরের শশুর আব্দুস সোবহানসহ বেশ কয়েকজনকে আসামী করে থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করে নাছির। পরে এ বিষয়ে তদন্তও হয়। কিন্তু নাছির পরবর্তিতে যোগাযোগ না করার কারণে লিখিত অভিযোগটি এখনো চুড়ান্ত অভিযোগ হিসেবে এখনো এন্ট্রি করা হয়নি বলেও জানান তিনি।
মানিকগঞ্জ ২৪/ হ.ফ/ ১৬ নভেম্বর/ ২০১৭।
মানিকগঞ্জে দুর্দর্ষ ডাকাতির ঘটনায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং