শিক্ষার আলো পাঠশালাটি ছাত্রারাই মেরামত করল। পিতামাতাহীন, ঝড়ে পড়া ও অতিদরিদ্র ছেলে-মেয়েদের জন্য বিনামূলে ব্যাতিক্রমি পাঠশালটি পরিচলানা করে আসছেন শিক্ষিত যুবক সানি রহমান মিন্টু।
গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছিল পাঠশালাটি। ভেঙ্গে গিয়েছিল চলাচলের পথ। তাই শনিবার ছাত্রদের সাথে নিয়ে উদ্যোক্তা সানী রহমান মিন্টু মেরামত করলেন।
ছবি ও তথ্য সানির ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ২৯ জুলাই/ ২০১৭।