কালীগঙ্গা নদীর ভাঙন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি:
জেলার সদর উপজেলার
কালীগঙ্গা
নদীর ভাঙন থেকে রক্ষার
দাবীতে মানববন্ধন
কর্মসূচি
পালন করেছে নবগ্রাম ইউনিয়নের ক্ষতিগ্রাস্ত পরিবার।
শনিবার
(২৯ জুলাই)  বেলা
১১টা থেকে ১২টা পর্যন্ত
কর্মসূচি পালন করা কর্মকসূচিতে
বক্তব্য রাখেন
নবগ্রাম
ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন ফরহাদ,
একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি
জললুল কবীর মিল্টন
অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন নবগ্রাম ইউনিয়ন
স্বেচ্ছাসেবক
লীগের সাধারণ সম্পাদক আক্তার
হোসেন খান, ৪নং ওয়ার্ড
আওয়ামী লীগের সভাপতি সামসুল
রহমান, স্থানীয় ইউপি সদস্য জুয়েল
ইসলাম লাভলু, সংরক্ষিত নারী
সদস্য মমতাজ বেগম
তাসলিমা বেগম, সাবেক সদস্য
শেখ সাজাহান, তৈয়বুর রহমান, রমজান
আলী, রফিকুল ইসলাম, মাঈনুল
কবীর রাজ্জাক শিকদার
এ সময় বক্তারা
বলেন, বিগত ২০ বছরে
নবগ্রাম ইউনিয়নের ওপর দিয়ে বয়ে
যাওয়া কালীগঙ্গার গর্ভে পাছবারইল, ছোটবারইল,
বেংরুই দিঘুলীয়া গ্রামের
প্রায় তিন কিলোমিটার এলাকা
বিলীন হয়েছে ভাঙন
ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড প্রতিরোধ ব্যবস্থা না নিলে নবগ্রাম
ইউনিয়ন পরিষদসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা
নদী গর্ভে বিলীন হয়ে
যাওয়ার আশংকা করেন। 
মানববন্ধনে
  নবগ্রাম ইউনিয়নের
৪নং ওয়ার্ডের পাছবারইল গ্রামের বটতলা এলাকার কয়েকশ
ক্ষতিগ্রস্থ মানুষ অংশ গ্রহন
করেন।
মানিকগঞ্জ২৪/
হা. ফ/ ২৯ জুলাই/ ২০১৭।
আরো পড়ুুন