এই পাগলাটে যুবকটির কথা মনে আছে? মনে নেই ! বাবু নামের এই যুবকই জীবনের
ঝুঁকি নিয়ে একাই উদ্ধার করেছিলো তিরিশের মত আহত পঙ্গু
মৃতপ্রায় মানুষ।
যে মানুষটি দিনেরপর দিন উদ্ধারতৎপরতা চালাতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো।
মনে আছে, হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই এই তরুণের লাশ
ঐ হাসপাতালেরই করিডোরে একটি ট্রলিতে পড়ে ছিলো। শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছিলো তাকে। রহস্যময় সে হত্যা,যার
কোন তদন্তও হয়নি।
মনে আছে ? না মনে নেই।
ভুলে গেছি। কেবল আমরাই ভুলে যেতে পারি।
লেখা ও ছবি সাইফুদ্দিন
আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ২৫ এপ্রিল/
২০১৮।
আরও পড়ুন: