মানিকগঞ্জ২৪ প্রতিনিধি ॥ জেলার সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম রাজবংশী পাড়ার দূর্গা ও নাট মন্দিরে বৃহস্পতিবার শুরু হবে ৩৭ তম বাৎসরিক হরিসভা।
‘ধর্ম যার যার উৎসব সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে।
মন্দির প্রতিষ্ঠাতা ও সভাপতি খোকন চন্দ্র রাজবংশী জানান, ১৬ই নভেম্বর বৃহস্পতিবারঃ শ্রীমদ্ভগবত গীতা পাঠ, ১৭ ই নভেম্বর শুক্রবারঃ শ্রীমদ্ভাগবত পাঠ, ১৮- ১৯ ই নভেম্বর শনি-রবি নাম সংকীর্তন ২০ই নভেম্বর সোমবার লীলা কীর্তন অনুষ্ঠিত হবে।
আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূর-এ আলম সরকার জানান, হরিসভাটি বিগত ৩ যুগের বেশী ধরে নিয়মিত অনুষ্ঠিত হওয়ায় ধর্মিও উৎসবে পরিণত হয় এলাকা জুড়ে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ নভেম্বর/ ২০১৭।
আরও পড়ুন: