মানিকগঞ্জে মোহনা টিভির জন্মদিন পালিত

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: মানিকগঞ্জে আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালীর মধ্য দিয়ে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মোহনা টিভি দর্শক ফোরামের সভাপতি বিমল রায়ের সভাপতিত্ব শনিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। এর পর কেক কেটে ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা করা হয়।

অনুষ্ঠানে মোহনা টিভির  প্রয়াত এমডি জিয়া উদ্দিন মজুমদারের মৃত্যুতে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অলোচনায় অংশ নেন মানিকগঞ্জ প্রেসক্লারের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মোহনা টিভির মানিকগঞ্জ প্রতিনিধি মোঃ সালাউদ্দিন রিপনসহ মানিকগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।

পরে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্তর থেকে একটি বণার্ঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে এসে সমাপ্ত হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ নভেম্বর/ ২০১৭।
আরও পড়ন:

কিছু ঘটলেই হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়

আরো পড়ুুন