কিছু ঘটলেই হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়

কিছু
ঘটলেই হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া
হয় বাধ্য
হয়ে প্রাণ নিয়ে তারা
পালিয়ে যায়আজকে যেভাবে
রেহিঙ্গা আসছে, প্রতিদিনই সেভাবে
হিন্দুরা ভারতে যাচ্ছে
রংপুরের ঘটনার বাইরে গত
তিনমাসে কুষ্টিয়া, সাতক্ষিরা, ভোলা, জয়পুর হাট,
পাবনা, মাগুরা, ফরিদপুর লালমনিরহাটে খুন,
মন্দির ভাংচুর, বাড়িঘর লুটপাট
ধর্ষণের শিকার হয়েছে সংখ্যালঘুরা কথিত
তদন্ত প্রতিবেদন কখনও আলোর মুখ
দেখে না, কিন্তু হিন্দুদের
ফেলে যাওয়া ভিটেমাটির দখলে
কারা?
গত সাত বছরে লক্ষাধিক
সংখ্যালঘু দেশ ছেড়েছেএকটি
প্রথম শ্রেনীর পত্রিকার প্রতিবেদন তাদের
সম্পত্তি দখল নিয়েছে ক্ষমতাসীনরা এই
ক্ষমতাসীনরাই তো হিউমিনিটির মা তাহলে
তারা বিচার চাইবে কার
কাছে?
গণতন্ত্র মুক্তি পেলে সেখানে
বিচার ন্যায় সঙ্গত হয়,
সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা পায় ধর্মীয়
সম্প্রীতি সামাজিক বন্ধনের
শান্তিময় দেশে বার
বার আইন ভঙ্গকারীরাই দস্যুরূপে
সংখ্যালঘুদের বিতাড়িত করে আসছে
লেখা Abu Bakr Siddic এর
ফেসবুক থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/
১১ নভেম্বর/ ২০১৭।
আরো পড়ুুন