মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ সেপ্টেম্বর: মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন পালন করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের ছাত্রলীগ নেতারা।
শুক্রবার পৌর এলাকার বেউথা মিফতাহুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সম্মানিত সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জনি, সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খান খালিদ, সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল মাহবুব, মোস্তাফিজুর রহমান বিপুল, রতন, মনিরুল ইসলাম খান, নাজমুল ইসলাম সাকিব, জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা শেষে এতিম শিশুদের নিয়ে গণভোজ অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ সেপ্টেম্বর ২০১৮।
আরও পড়ুন: