মানিকগঞ্জ প্রতিনিধি, ১৮ সেপ্টেম্বর: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় মানিকগঞ্জ বাসস্টান্ড এলাকায় মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠান কে জরিমানা করেছে।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে “আলম মেডিকেল হলকে” ২,হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে “শাহজালাল ষ্টোরকে” ২ হাজার টাকা, পণ্যেরে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রি করার দায়ে “শহীদ বীজ ভান্ডারকে” ৮ হাজার টাকা, অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে ৩ হাজার টাকা এবং পণ্যের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্যূ না থাকার দায়ে “এস এইচ ভেরাইটিজ ষ্টোরকে” ৭ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
এসময় আরও ৩ টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, জনাব আসাদুজ্জামান রুমেল, অভিযানে সহযোগিতা করেন ক্যাবের কার্যকরী সদস্য, সদর থানা পুলিশের কর্মকর্তা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ সেপ্টেম্বর ২০১৮।
আরও পড়ুন: