মানিকগঞ্জ২৪ প্রতিনিধি:
মানিকগঞ্জ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি শাহিন তারেক
এর মটর সাইকেল চুরি হয়েছে।
মানিকগঞ্জ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি শাহিন তারেক
এর মটর সাইকেল চুরি হয়েছে।
মানিকগঞ্জ আইনজীবী
ভবনের সামনে থেকে রবিবার দুপুর ১ টার দিক থেকে তালা ভেঙ্গে নিয়ে যায় তার মটর সাইকেলটি।
ভবনের সামনে থেকে রবিবার দুপুর ১ টার দিক থেকে তালা ভেঙ্গে নিয়ে যায় তার মটর সাইকেলটি।
এ ব্যাপারে সাংবাদিক
শাহিন তারেক মানিকগঞ্জ২৪ কে জানান, ব্যক্তিগত কাজে রবিবার দুপুরে আইনজীবী ভবনের নিচে
তার ডিসকভারী ১০০ সিসি কালো ও নীল রংঙ্গের মটর সাইকেল টি (রেজি নং: মানিকগঞ্জ-হ- ১১-৪৪৩০)
রেখে ভবনে উঠেন। পরে কাজ শেষে নিচে নেমে দেখেন তার মটর সাইকেল টি নেই। আশে পাশে অনেক
খুজা খুজি করেও তা আর পান নি।
শাহিন তারেক মানিকগঞ্জ২৪ কে জানান, ব্যক্তিগত কাজে রবিবার দুপুরে আইনজীবী ভবনের নিচে
তার ডিসকভারী ১০০ সিসি কালো ও নীল রংঙ্গের মটর সাইকেল টি (রেজি নং: মানিকগঞ্জ-হ- ১১-৪৪৩০)
রেখে ভবনে উঠেন। পরে কাজ শেষে নিচে নেমে দেখেন তার মটর সাইকেল টি নেই। আশে পাশে অনেক
খুজা খুজি করেও তা আর পান নি।
রবিবার বিকালে
তিনি মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
তিনি মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
মানিকগঞ্জ সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান জানান, মানিকগঞ্জে কর্মরত এক সাংবাদিকের
মটর সাইকেল চুরি হয়েছে এমন লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহন করব।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান জানান, মানিকগঞ্জে কর্মরত এক সাংবাদিকের
মটর সাইকেল চুরি হয়েছে এমন লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহন করব।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ১২ নভেম্বর/ ২০১৭।
হা.ফ/ ১২ নভেম্বর/ ২০১৭।
আরও পড়ুন: