বালিয়াটীতে ভিজিএফ এর চাল বিতরণ

সাটুরিয়া
প্রতিনিধি, ৪ আগষ্ট: সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ
এর চাল বিতরণ করা হয়েছে।
রবিবার
সকালে ইউনিয়ন পরিষদ চত্তরে চাল বিতরণ উদ্ভোধন করেন সাটুরিা উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোসা. নাসরিন পারভীন।
এসময়
বক্তব্য রাখেন বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন। উপস্থিত ছিলেন, উপজেলা
ভেটেনারী সার্জন মো. ডা. মো. সেলিম জাহান, বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ, ইউপি সচিব মো. হানিফ মিয়া, ইউপি সদস্য,
সদস্যা।
বালিয়াটী
ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯১৯ জন দুস্থ মানুষের মাঝে ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয়।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ৪ আগষ্ট ২০১৯।
আরো পড়ুুন