সাটুরিয়া প্রতিনিধি, ১৮ জুলাই: জেলার সাটুরিয়া উপজেলায় এক প্রতিবন্ধি তরুণীকে (১৭) ধর্ষণ করার অভিযোগে ৬০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে বুধবার রাতে মামলা হয়েছে। ওই প্রতিবন্ধি তরুণী এখন ৬ মাসের অন্তঃসত্তা। মেয়েটিকে চিকিৎসা শেষে নিজ বাড়িতে রয়েছে।
বিষয়টি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা নিশ্চিত করেছেন।
মেয়েটির বাবা বলেন, সাটুরিয়া উপজেলার র্যাইল্লা গ্রামের মৃত: লাল মিয়ার পুত্র মো. মোহন মিয়া (৬০), আনুমানিক চলতি বছরের ১৫ জানুয়ারী আমার বাড়িতে প্রতিবন্ধী মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। বিষয়টি গোপন রাখতে আমার মেয়েকে ভয়ভীতি দেখায় ঐ ধর্ষক মোহন।
আমার প্রতিবন্ধি মেয়ের শারিরীক অবস্থা খারাপ হলে প্রতিবেশীদের কাছে প্রথমে বিষয়টি খুলে বলে। পরে প্রতিবেশীরাই আমাকে জানান। মেডিকেল চেকআপ করার পর জানা যায় সে ৬ মাসের অন্তঃসত্তা।
প্রতিবেশীরা জানায়, মোহন ঐ প্রতিবন্ধীর বাড়ির পাশে একটি স্যালো মেশিন চালাত। ঐ বাড়ির ওপর দিয়ে নিয়মিত চলাচল করত । সে সুযোগ পেয়ে প্রতিবন্ধি মেয়েকে ধর্ষণ করে।
সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা বলেন, গত বুধবার রাতে প্রতিবন্ধীর মেয়েটির পিতা বাদী হয়ে মোহন কে আসামী করে ধর্ষণ মামলা করেছে। আসামীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ জুলাই ২০১৯।