ইসকন নিষিদ্ধের দাবীতে সাটুরিয়ায় বিক্ষোভ

সাটুরিয়া প্রতিনিধি, ২৯ নভেম্বর.

মানিকগঞ্জের সাটুরিয়ায় উগ্রবাদী ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার সাটুরিয়া উপজেলার সাধারণ মুসল্লিরা।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা নামাজের পর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বাজারে সর্বস্তরের মুসল্লিদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

এ মিছিলটি দড়গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু করে সিএনজি স্ট্যান্ডে এসে শেষ করা হয়।

এসময় বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আলতাফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দড়গ্রাম ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মো. আমিনুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির দড়গ্রাম ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রিপন আল মামুন।

এসময় বক্তারা বলেন, সংখ্যালঘু বলতে আমরা কিছু বুঝি না। সম্প্রীতির দেশ আমরা গঠন করতে চাই কিন্তু সন্ত্রাসী সংগঠন ইসকন যে নৈরাজ্য সৃষ্টি করতে ব্যস্ত এবং উঠে পড়ে লেগে গেছে। আদালত চত্ত্বরে নৃশঃস হত্যাকাণ্ড তার একটি প্রমাণ। তারাই মূলত ফ্যাসিস্ট আওয়ামীলীগের জঙ্গি সংগঠন। এই ইসকন নিষিদ্ধ করে দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। কোন ভাবেই বাংলার মাটিতে সন্ত্রাসী, উগ্রবাদী ইসকনকে ঠাই দেওয়া যাবে না।

মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ২৯ নভেম্বর ২০২৪।

আরো পড়ুুন