মানিকগঞ্জ প্রতিনিধি, (২০ জুন) ব্রাজিল সমর্থকদের উৎসাহ দিতে মানিকগঞ্জে শহরে এসেছিলেন ব্রাজিল এম্বাসি’র কাউন্সিলর মিল্টন ডি এফ. কউটিনহ ফিলহ ও বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার শেখ আসলাম।
পৌরসভার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বুধবার সকাল ১০টায় পৌছালে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা তাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহার নের্তৃত্বে শতশত ব্রাজিল সমর্থক নারী ও পুরুষরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় বাদ্যের তালে তালে তাদের নিয়ে যাওয়া হয় মাঠের ভিতরে। সেখানে অগনিত ব্রাজিল ভক্তরা তাদের সাথে সেলফি ও আড্ডায় মেতে উঠেন।
গোটা জেলা শহরজুড়ে ব্রাজিল সর্মর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। বাঙালীদের এই ব্রাজিল প্রিয়তা দেখে অভিভুত হন ব্রাজিল এম্বাসি’র কাউন্সিলর।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ জুন ২০১৮।
আরও পড়ুন: