মানিকগঞ্জ প্রতিনিধি, (২০ জুন) মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ৯ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এসময় আটক ব্যক্তিদের নিকট থেকে বিভিন্ন নেশাদ্রব্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৬ টা থেকে বুধবার ভোর ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের (বিশেষ শাখার) সহকারি পুলিশ সুপার হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার দায়ে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
এসময় আটক ৯ ব্যক্তির নিকট থেকে ১৬৫ গ্রাম গাঁজা, দেশী মদ ১ লিটার এবং ৫ পিচ ইয়াবা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ জুন ২০১৮।
আরও পড়ুন: