সিংগাইর প্রতিনিধি, ১৯ জুন: পুলিশি বাধায় পন্ড হলো কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুলের ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচি।
নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সকাল ১০টায় সিঙ্গাইর উপজেলার ধল্লা শহীদ রফিক সেতু থেকে জিপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে তিনি তার কর্মসূচি শুরু করেন।
এরপর তার কয়েক হাজারের মোটরসাইকেলের বহরটি সিঙ্গাইর উপজেলার ধল্লা, জামির্তা, জয়মন্টপ, তালেবপুর, গোবিন্দল, বায়রা ইউনিয়ন ও সিঙ্গাইর পৌরসভা ঘুরে বলধরা ইউনিয়নে যাওয়ার পথে কাশেমপুর এলাকায় পৌঁছলে পুলিশ তার গাড়ি বহরের গতিরোধ করেন। কারন হিসেবে পুলিশ দাবী করেন উপরের নির্দেশে আছে কর্মসূচি বন্ধ করতে।
এ সময় টুটুলের হাজার হাজার সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে যে কোন ঝামেলা এড়াতে তিনি তার কর্মসূচি বন্ধ করে কর্মী-সমর্থকদের নিয়ে নিজ বাড়িতে চলে যান।
এ ব্যপারে টুটুল বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসনে প্রার্থী হয়েছি। এই কর্মসূচি পালনে পুলিশের পূর্ব অনুমতি নেয়া ছিল বলে তিনি দাবি করেন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ঈমাম হোসেন বলেন, কয়েক হাজার লোক ও মোটরসাইকেল নিয়ে মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করায় তার কর্মসূচি বন্ধ করতে বলা হয়েছে।
মানিকগঞ্জ২৪/সিংগাইর/ হা.ফ/ ১৯ জুন ২০১৮।
আরও পড়ুন: