বিএনপি ক্ষমতায় গেলে ভাঙ্গে, আওয়ামী লীগ গড়ে- বালিয়াটীতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হাসান ফয়জী, ১৪ জুন: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ভাঙ্গে, আর আওয়ামী লীগ ক্ষমাতায় গেলে গড়ে। বালিয়াটী বাজার কর্ণেল মালেক সাহেব নির্মাণ করে দিয়েছিলেন। বিএনপি ২০০১ ক্ষমতায় আসার পরই বাজার টি ভেঙ্গে ফেলে। আর বর্তমান সরকার আসার পর আমি বাজার টি পেরিফেরি করে দিয়েছি।

তিনি বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নে ভিজিএফ এর চাউল  বিতরণ করার সময় এসব মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন আরো বলেন, সকল মানুষকে নিয়ে ভাল থাকতে হবে। মানুষের মন জয় করতে পারলেই নৌকায় ভোট পাওয়া যাবে। দেশের উন্নয়নের স্বার্থে পূণরায় নৌকায় মার্কায় ভোট আহবান করেন ।

বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন এর সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. খুরশেদ আলম, সাটুরিয়া ইউএনও নাহিদ ফারজানা সিদ্দিকী, অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সোহেল চৌধুরী, পাকুটিয়া কলেজের প্রভাষক সমরেন্দু সাহা লাহোর, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, যুবলীগ নেতা মো. বাবুল হোসেন, মো. আনোয়ার হোসেন ও রফিকুজজ্জামান জুয়েল প্রমুখ।

পরে ৯১৯ জন দুস্থ্য পরিবারের হাতে ১০ কেজি করে চাউল তুলে দেওয়া হয়।

মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ১৪ জুন ২০১৮।
আরও পড়ুন:

আবার চাউল পেতে হলে নৌকায় ভোট দিন- সাটুরিয়ায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরো পড়ুুন