সিংগাইর প্রতিনিধি, (২০ জুন): ব্রাক ব্যাংক সিঙ্গাইর এসএমই শাখার রিলেশনশিপ অফিসার আব্দুর রহমানের অফিস করা হলো না । শশুর বাড়ী থেকে কর্মস্থলে যাবার পথে মানিকগঞ্জের সিঙ্গাইরে পিকআপ ভ্যান চাঁপায় এ ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের মেদুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সাতক্ষিরা জেলার তালা উপজেলার সুভাষিনি গ্রামের আমীর আলী খাঁনের ছেলে। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছে। আহতদের সাভার, ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।
প্রত্যেক্ষদর্শীরা জানান, নিহত ব্যাংক কর্মকর্তা বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সাভারের ক্যান্টনমেন্টে তার শ্বশুরের বাসা থেকে অফিসে আসার উদ্দেশ্যে বেড় হন। রহমান হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের মেদুলিয়া এলাকায় পৌছলে বিপরীত দিকে আসা সবজি বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলেই সে মারা যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পিকআপ ভ্যান ও অটোরিকশা চালকসহ আরো ৬ জন আহত হয়। তাদের ঢাকা, সাভার ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।
সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, নিহত ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমানের মরদেহ স্বজনরা হাসপাতাল থেকে নিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশা থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ঐ কর্মকর্তা।
মানিকগঞ্জ২৪/ সিংগাইর/ হা.ফ/ ২০ জুন ২০১৮।
আরও পড়ন: