তিনবারের মতো চ্যাম্পিয়ন হলো ঢাকা জেলা পুলিশ দল

মানিকগঞ্জ
প্রতিনিধি।।৯ মে

ঢাকা
রেঞ্জ পুলিশ ফুটবল টুর্নামেন্টে টানা তিনবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ঢাকা জেলা পুলিশ দল বুধবার
বিকেলে মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা গোলে
নারায়ণগঞ্জ
জেলা
পুলিশ দলকে পরাজিত করে।

বিজয়ী
দলের রবিউল ইসলাম খেলার দ্বিতীয়ার্ধে পেনাল্টি শট থেকে একমাত্র
গোলটি করেন। বিজয়ী দলের রানাকে ফাইনাল খেলায় এবং একই দলের রবিউল ইসলামকে সিরিজের সেরা খেলোয়াড় মনোনীত করা হয়।

খেলা
শেষে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন রানার্স আপ
দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা রেঞ্জ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আব্দুল্লাহআলমামুন।

পুরস্কার
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ পুলিশের অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আনোয়ার হোসেন, মানিকগঞ্জের জেলা প্রশাসক মো: নাজমুছ সাদাত সেলিম, মানিকগঞ্জের পুলিশসুপার রিফাত রহমান শামীম, ঢাকার পুলিশ সুপার শাহ মিজানুর রহমান এবং রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা

১৯
এপ্রিল থেকে শুরু হওয়া টুর্নামেন্টে মোট ১৪ টি জেলা
পুলিশ দল এই টুর্ণামেন্টে
অংশ নেয়।

মানিকগঞ্জ২৪/
ক্রীড়া/ হা.ফ/ ৯ মে ২০১৮।

আরও পড়ুন: পা দিয়ে লিখে এস, এস,সি পরীক্ষা দেওয়া সেই রুবেল পাস করেছে

আরো পড়ুুন