আপেল মাহমুদ চৌধুরী, ৯ মে: জেলার সাটুরিয়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ বুধবার সন্ধায় উদ্ধার করেছে।
নিহত দুই কৃষক উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত, তোয়াজ এর ছেলে মো.তারুন (মাতাল) (৫৫) এবং মো. জব্বর আরীর ছেলে মো. সেলিম (৩২) ।
বিষয়টি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান নিশ্চিত করেছেন।
বরাইদ ইউনিয়নের ৮ নং ওর্য়াড সদস্য মো. বোরহান উদ্দিন জানান, বুধবার সকাল ১১ টার দিক পার্শবর্তী দৌলতপুর উপজেলার ধামশর ইউনিয়নের গালা গ্রামের কৃষি মাঠে গবাধি পশুর ঘাস কাটতে যায়। এর পর থেকে তারা নিখোজ হয়।
পরে স্থানীয়রা সন্ধায় দুই কৃষকের মরদেহ দেখতে পেয়ে তাদের পরিবারদের খরব দেয়।
বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, তারুন ও সেলিম বুধবার দুপুরে কোন একসময় বজ্রপাতে মারা যায়। ফষলি মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বুধবার রাত সাড়ে ১০ টার দিকে জানান, এমন খবর পেয়ে রাতেই নিহত দুই কৃষকের বাড়ীতে ফোর্স পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ আ. মা. চৌ/ হা.ফ/ ৯ মে ২০১৮।
আরও পড়ুন: দৌলতপুরে বজ্রপাতে কৃষক ও ছাত্রের মৃত্যু
বিয়ে করে নি:স্ব হলেন প্রবাসী শাহীন
পা দিয়ে লিখে এস, এস,সি পরীক্ষা দেওয়া সেই রুবেল পাস করেছে